আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পাইকগাছায় জুয়া খেলার অভিযোগে ৬ আটক

পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলার চেঁচুয়া থেকে এ ৬ জনকে আটক করা হয়। আটক কৃতরা হলো মোঃ মতলেব গাজী ( ৪২), এরশাদ গাজী (৫৫), আল আমীন মিস্ত্রী (৩৫), সোহরাব দফাদার (২৬), রেজাউল দপ্তরী( ২৮) ও আসলাম গাজী (১৯)। এদের সকলের বাড়ী চেঁচুয়া গ্রামে।
থানা পুলিশ সুত্র জানিয়েছেন, সোমবার রাতে চেঁচুয়া গ্রামের মতলেব গাজীর বসত ঘরের পুর্ব পাশে জুয়া খেলা অবস্থায় এএসআই মোঃ কামরুজ্জামান, এ এস আই, রোকনুজ্জামান এ এস আই সাজ্জাত হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ ৬ জনকে আটক করেন। এ ঘটনায় এএসআই কামরুজ্জামান বাদী হয়ে ধৃত ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-১০। ওসি মোঃ এজাজ শফী জানান,মঙ্গলবার জুয়ার মামলার আসামীদের পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

 


Top