আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


পাইকগাছায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসকদেরমাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাইকগাছায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস, মাস্ক ও সাবান সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনসাধারণের মাঝে অনুরূপ সরঞ্জাম ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ জান্নাতুল মায়মুনা আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর।


Top