আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


পাইকগাছায় ইউএনও’র নেতৃত্বে সেনা অভিযান

পাইকগাছায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জুলিয়া সুকায়নার নেতৃত্বে সোমবার সকালে পৌর সদর ও পরে জিরোপয়েন্ট, শিববাটী, কাঁটাখালী, দেবদুয়ার, চাঁদখালী, ফতেপুর ও ধামরাইল এলাকায় সেনা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা ও ইট-ভাটার কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার কথা বলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজীব আহসান সাদ ও পেশকার প্রতুল জোয়াদ্দার।


Top