আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


পাইকগাছার ৩ টালি কারখানাকে জরিমানা

পাইকগাছার ৩টি টালি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার মাহমুদকাটী ও আশপাশ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩টি টালি কারখানাকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কানুনগো মোজাম্মেল হোসেন ও পেশকার সাকিরুল ইসলাম। উল্লেখ্য, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবাধে গড়ে উঠেছে অসংখ্য টালি কারখানা। এসব কারখানায় টালি পোড়ানোর নাম করে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানো হয়। এতে একদিকে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ, পাশাপাশি কারখানার ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অত্র এলাকার মানুষ। অনুরূপভাবে কৃষি জমি নষ্ট করে এসব কারখানা গড়ে ওঠায় খাদ্য ও ফসল উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পরিবেশ বিধ্বংসী এ ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন এলাকাবাসী।


Top