আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


পাইকগাছার লতা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

পাইকগাছার লতা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে লতা ইউনিয়নের ৩২ পরিবারের মাঝে ট্যাংক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, রতন কুমার দাশ, ঠিকাদার এসএম রফিকুল ইসলাম, ও মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য স.ম আব্দুল বারিক, কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, সেবানন্দ রায়, আজিজুল বিশ্বাস, প্রদীপ মহলদার, বিশ্বজিৎ শীল, সুষমা রাণী রায়, কাদম্বীনি মন্ডল ও সচিব জাবেদ ইকবাল। স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে এডিবির অর্থায়নে উপজেলার লতা ইউনিয়নের ৩২ দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চত করার লক্ষ্যে ১ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।


Top