আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


পাইকগাছার কপিলমুনিতে ৫ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পাইকগাছায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখতে বানিজ্যিক এলাকা কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ আরাফাতুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখায় ৫ ব্যবসায়ীকে ৮ হাজার ২শ টাকা জরিমানা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করেন। পরে জব্দকৃত পন্য গাড়ীর চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ফাঁড়ি পুলিশের পরিদর্শক সঞ্জয় কুমাার দাশ, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনও জুলিয়া সুকায়না করোনা পরিস্থিতি ও মাহে রমজানকে পুুঁজি করে পন্যের মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে এসময় যারা মূল্যবৃদ্ধি কিংবা অবৈধ মজুদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ব্যবসায়ীদের সর্তক করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।


Top