নোঙর
গাজী মোমিন উদ্দীন
আমার সমুদ্র এখন শান্ত
দক্ষ মাঝি হওয়ার সব পথ রুদ্ধ
শুধু বেয়ে চলেছি গন্তব্যহীন,
সময়ক্ষেপণ মাত্র,
অন্তহীন এক নিরুদ্দেশ যাত্রায়।
যে যাত্রায় পাশে নেই কেউ
ঝড় ঝঞ্জা যাই আসুক,
উত্তাল হওয়ার সব সম্ভাবনা উধাও,
বুক চিরে বেরিয়ে আসা এক সমুদ্র বারি
আজ আমার অশ্রুজল।
সামুদ্রিক মাছেরা উঁকিঝুঁকি দিচ্ছে
নাবিকের শান্তস্নিগ্ধতায় বিস্মিত তারা,
দুই দিন আগেও ছিল অস্থির,
উর্মির সাথে গভীর সখ্যতা
সেই অগ্নিস্ফুলিঙ্গ শান্ত স্নিগ্ধ স্তব্ধ।
সময়ের পরিক্রমায় জীবনের হিসেব
যখন চুকে যায় একদম,
তখন কে দেখে অস্থিরতা, চঞ্চলতা
কে শোনে কার চিৎকার,
ব্যস্ত হয়ে পড়ে অনন্তলোকের মহাযাত্রায়।
অস্তাচল দিবাকরেরও ইচ্ছে থাকে
রজনী পেরিয়ে ঊষালগ্নের অপেক্ষায়
অথচ নৈরাশ্যের গহীন বালুচরে
প্রাপ্তি অপ্রাপ্তির কঠিন হিসেব রুখে
নোঙর করতেই হয় জীবন।