আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


নতুন করে আরো ৪ জনসহ সাতক্ষীরায় মোট ৪০ জনের করোনা শনাক্ত

 সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮১৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে।

ইতিমধ্যে ৫৮০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পোঁছছে। এর মধ্যে ৪০ জনের পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরার করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলার ২৫ জন, আশাশুনি উপজেলার ৩ জন, সদর উপজেলার ৫ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ১ জন ও শ্যামনগর উপজেলার ১ জন। এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

এছাড়া সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৪ হাজার ৬৯ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৭৯০ জনকে।


Top