আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


ধ্রবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্দোগে ইফতার বিতরণ

ধ্রবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষে রোজাদাদের জন্য ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল ৮ই মে ২০২০ শুক্রবার  উক্ত সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক প্রিয়ংকা দেবনাথ মিষ্টি ও লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকারের উদ্যোগে লতা ইউনিয়নের ১১০ জন রোজাদার মানুষের মাঝে ইফতার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফরহাদুজ্জামান তুষার, লতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকাশ সরকার, দীনেশ সরকার, সদানন্দ মন্ডল, শুভংকর রায়, যুবনেতা পুলকেশ রায়, হীরামন মন্ডল, ছাত্রনেতা মইনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সীমান্ত মন্ডল, অনুপ মন্ডল, আদর্শ মন্ডল, জুয়েল, ববি, কাকন, রাশেদ, আশীক সরকার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Top