আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


ধীর গতিতে এগুচ্ছে ‘আম্ফান’,তীব্রতা হারিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে

ঘূর্ণিঝড়  আম্ফান কিছুটা হলেও তার তীব্রতা হারিয়েছে ৷ অত্যন্ত ধীর গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ৷
স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী, আম্ফান গত ২৪ ঘণ্টা ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে। ভূমিতে আছড়ে পড়তে আরও ৭২ ঘণ্টা সময় লাগবে। এটি ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে চলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অন্ধপ্রদেশ তৈরি ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৷ দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি শক্তি বৃদ্ধি করে ভয়ঙ্কর আকার নেবে। এমনটাই ছিল পূর্বাভাস ৷ কিন্তু যাত্রাপথে গতি হারানোয় ঠিক কোন দিন স্থলভাগে এই  ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি ৷ গত ৩,৪ মে আম্ফান স্থলভাগে আছড়ে পড়ার সতর্কতা ছিল। ফলে দেশ জুড়েই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। আন্দামান নিকোবর দ্বীপে আগামী ৩৬-৪৮ ঘণ্টা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোর চারটে থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭১ কিলোমিটার। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। ঝড়ে শহরে বেশ কিছু জায়গায় গাছ পড়ে যায় ৷ আচার্য জগদীশচন্দ্র বসু রোডে গাছ পড়ে রাস্তা আটকে যায়। পুরসভা থেকে এরপর কর্মীরা এসে ওই গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন। বৃষ্টিতে কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে যায় ৷  বেশ কিছুক্ষণ জল দাঁড়িয়ে ছিল মহাত্মা গান্ধি রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, বিধান সরণী, শিয়ালদহ , সেন্ট্রাল অ্যাভিনিউ ইত্যাদি রাস্তাগুলিতে।


Top