আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


দেওয়ানীপাড়া প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার দেওয়ানীপাড়া প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে করোনা ও ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় দুঃস্থ ১২০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা কয়েছে।

শনিবার (২৩ মে ) বিকালে দেওয়ানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতিত্বে মান্নান হোসেন মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,শিক্ষক নূরুল হক,আকবার মাহমুদ,দিদার আলী মোড়ল,আলতাফ মোড়ল, প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন,আলীম মোড়ল,আসাদ,আক্কাজ,জামাল, মজিবার প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সিমাই,চিনি,দুধ.তেল, আলু ও সাবান।


Top