আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলা শ্রমিক আন্দোলন সাতক্ষীরার ব্যানারে রবিবার বেলা ১১টার সময় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে শ্রমিকরা তাদের ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার জোর দাবি জানান।


বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক আন্দোলনের আহাবায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব ফারুকুজ্জামান, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, শামীম বাবু, আব্দুস সালাম বাচ্চ প্রমুখ।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় শ্রমিকদের বক্তব্য শোনেন এবং তাদের ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন। #


Top