সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য নতুন জিপ গাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সরকারের পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদারের হাতে উক্ত জিপ গাড়ির চাবি হস্তান্তর করেন।
তালা উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ হাসপাতালের চিকিৎসক ও স্টাফগণ এ সময় উপস্থিত ছিলেন।