আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালা সদর ইউনিয়নের ৩৪০ নারী-পুরুষের মাঝে চাল বিতরণ

শনিবার (১৮ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৪০ জন অসহায় নারী-পুরুষের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।

তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ৪র্থ পর্যায়ে উক্ত চাল বিতরণ করেন। ইউপি সদস্য মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, আব্দুর রাজ্জাকসহ পরিষদের ইউপিসদ্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় ১নং ওয়ার্ডে ৪৭ জন, ২ নম্বরে ১৮ জন, ৩ নম্বরে ৩৭ জন,৪ নম্বরে ৪৫ জন, ৫ নম্বরে ৪১ জন, ৬ নম্বরে ৩০ জন,৭ নম্বরে ৩৬ জন, ৮ নম্বরে ৩৭ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৪৯ জন নারী-পুরুষের মাঝে উক্ত চাল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।


Top