আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 

শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায়


তালা মহিলা কলেজে’র দশ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় তালা মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করায় দশ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১২টার সময় তালা মহিলা কলেজ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।


তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাসেমের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য সাসের পরিচালক শেখ ঈমান আলী,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ’র অর্থায়নে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ প্রথম স্থান এবং ২৭ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলায় কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেছিল তালার ঐতিহ্যবাহী এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটি।


Top