আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালা বাজারে ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত

 সাতক্ষীরার তালা বাজরের সাধু ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরচক্র দোকান থেকে কম্পিউটার সেট, চারটি মোবাইল,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। (৯ মে) শনিবার দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তালা থানায় ডায়েরী করেছে দোকান মালিক তালা সদরের মৃত সন্তোষ সাধুর ছেলে প্রদীপ সাধ।
দোকানের মালিক প্রদীপ সাধু জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতের কোন এক সময় একদল চোরচক্র সার্টার কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা কম্পিউটার সেট,চারটি মোবাইলসেট ,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, এর আগেও উক্ত দোকানে দু’বার সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উক্ত ঘটনায় দোকান মালিক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top