আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  নিঃশব্দ হাহাকার।। গাজী মোমিন উদ্দীন।।       তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন    
 


তালা বাজারে ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত

 সাতক্ষীরার তালা বাজরের সাধু ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরচক্র দোকান থেকে কম্পিউটার সেট, চারটি মোবাইল,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। (৯ মে) শনিবার দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তালা থানায় ডায়েরী করেছে দোকান মালিক তালা সদরের মৃত সন্তোষ সাধুর ছেলে প্রদীপ সাধ।
দোকানের মালিক প্রদীপ সাধু জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতের কোন এক সময় একদল চোরচক্র সার্টার কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা কম্পিউটার সেট,চারটি মোবাইলসেট ,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, এর আগেও উক্ত দোকানে দু’বার সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উক্ত ঘটনায় দোকান মালিক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top