সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা ট্রাক মালিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬মার্চ) বিকাল ৪টায় তালা উপজেলা ট্রাক মালিক সমিতির পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের পিছনে নিজস্ব অফিস কার্যালয়ে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী গোবিন্দ সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৪জনকে উপদেষ্টা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সাথে সাথে আলোচনা সভায় সবার সম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। নতুন কমিটিতে ব্যবসায়ী বিএম মেহেদী হাসান নয়ন কে সভাপতি ও রজত চন্দ্র হাজরা কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ এবাদুল ইসলাম, শেখ আনোয়ারুল ইসলাম শিমুল, ক্যাশিয়ার হারান কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ গোলাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য ওহিদুল ইসলাম, মোঃ সুরত আলী। এছাড়া গোবিন্দ সাধু, শেখ হাছিবুর রহমান, মোঃ জামাল উদ্দীন ও মোঃ আকবর হোসেন কে উপদেষ্টা করে নতুন কমিটি গঠন করা হয়।