তালা উপজেলার ফলেয়া চাঁদকাটি অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ২০ জন এতিম শিশুর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে সংস্থার সহকারী সমন্বয়কারী খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলেয়া চাঁদকাটি অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, মাগুরা ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, সাংবাদিক শাহিন আলম, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম,শিক্ষক আমিনুর রহমান, শহিদুল ইসলাম, বাহাউদ্দীন, অত্র সংস্থার সিনিয়ার প্রোগ্রাম কর্মকর্তা আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছওয়াব বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ১ হাজার এতিমদের সহায়তায় কাজ করছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২০ জন এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করে।