আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালায় স্কুল ছাত্রীদের মাঝে সেনেটারী প্যাড বিতরণ

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার সেনেরগাতী বালিকা বিদ্যালয়ের ২১২ ছাত্রীর মাঝে সেনেটারী প্যাড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উত্তরণের ইয়ুথ এ্যাম্পওয়াড প্রজেক্টের যোয়াকিম মন্ডলসহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ। উত্তরণের ইয়ুথ এ্যাম্পওয়াড প্রজেক্টের পক্ষ থেকে প্রতি মাসে উপজেলার ১৮টি স্কুলে ও ২টি মাদ্রাসার ছাত্রীদের ৩২০০ সেনেটারী প্যাড দেওয়া হয়ে থাকে বলে জানান উত্তরণের প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল।


Top