এদিকে এলাকাবাসী করোনা ভাইরাসে আতংকের কারণে বৃহস্পতিবার দাফনের আগে সাংবাদিক আব্দুস সালাম ও তার পরিবারের নমুনা সংগ্রহ করেছেন তালা উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান,নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান,আপাতত ঐ পরিবারের বাড়ি সবাই হোম কোয়ারেন্টিনে থাকবে।
আব্দুস সালাম তালা উপজেলার বারুইহাটি গ্রামের সিরাজ মোড়লের পুত্র। গত ২ সপ্তাহ যাবৎ লিভার সিরোসিস রোগের কারণে রক্তশুণ্যতা সহ কোমরের ব্যাথায় ভুগছিলেন তিনি। গত ২৮ এপ্রিল মারাত্বক অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবার তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সাতীরা সদর হাসপাতালে রিফার্ড করে দেয়। কিন্তু সাতীরা হাসপাতালে ৭/৮ ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে ছিল। তার পরিবার আরও জানায় করোনা সন্দেহে ডাক্তাররা তার ধারে আসেনি । বুধবার সকালে ডাক্তাররা বাড়ীতে ফিরিয়ে আনতে বলে। বিকালে বাড়ীতে মারা যায়।
সাংবাদিক আব্দুস সালামের মৃত্যুতে তালা প্রেসকাব, রিপোটার্স কাব, মফস্বল সাংবাদিক ফোরাম তালা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।