আজ || বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
শিরোনাম :
 


তালায় র‌্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তালা উপজেলার বালিয়া এলাকায় র‌্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবা, ৮৫ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে এক অভিযানে উক্ত মাদকসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তালার বালিয়া গ্রামের মৃত মানাউল্লাহ গাজীর ছেলে মোঃ সবুজ গাজী (৪২) এবং তার স্ত্রী মোসাঃ জোসনা বেগম (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালার বালিয়া গ্রামের জনৈক তাছের আলী গাজীর বাড়ির পিছনে সবুজ গাজীর আধাঁপাঁকা বসত বাড়ির আঙ্গিনায় অভিযান চালানো হয়।

এ সময় উক্ত মাদকসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


Top