আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালায় কম্বাইন হারভেষ্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন

তালায় কম্বাইন হারভেষ্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর মাঠে উক্ত ধান কর্তনের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দীন, সাতক্ষীরা কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়র হারুন অর রশিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইকোকেপন লিঃ এর যশোরের টেরিটরি ম্যানেজার মোঃ আশিকুর রহমান, ইসাভেচিং ইঞ্জিনিয়র মোঃ আলমগীর হোসেন, টেরিটরি অফিসার মোঃ ফারুখ আহমেদ ও কৃষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এ বছর তালা উপজেলায় ইরি-বোরো জমি আবাদ হয়েছে ১৯০৫০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা পার হেক্টর জমিতে ফলন হবে ৫.৫০ টন ধরা হয়েছে।

তালার শিবপুর মাঠে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান।

কম্পাইন হারভেস্টার মেশিন উন্নয়ন সহায়তায় কৃষক মজিবুর রহমান। যার মূল্য ২৯ লাখ ৫ হাজার টাকা সরকার ভর্তুকি দিয়ে ১৪ লাখ টাকা ।


Top