সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর উত্তরপাড়া জামে মসজিদের পুকুরে নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, বুধবার বিকালে স্থানীয়দের মাধ্যমে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এঘটনায় কেউ অভিযোগ করলে জড়িতদের খোঁজে পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়বে।
স্থানীয় তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, নবজাতকের বয়স ৩দিনের মতো হতে পারে।
তালা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, মসজিদে মুসুল্লীরা বুধবার মাগরিবের নামাজ পড়তে গিয়ে পুকুরের মধ্যে নবজাতকের মরদেহ মাছে ঠোকাতে দেখে। তাকে খবর দেয় এবং সবাই মরদেহটি উদ্ধার করে। মরদেহে ক্ষত চিহ্ন আছে। নবজাতক একজন কন্যা শিশু।