আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


তালায় ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস.ই.পি (ডেইরী) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কর্মমালায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান। উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, ও উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। ২০ জন খামারী কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় ২০ জন গাভী পালনকারী খামারী ট্রেড লাইসেন্স গ্রহণ করেন।
এ সময় আধুনিক পরিবেশ বান্ধব গাভী পালন পদ্ধতি, টেকসই ও পরিবেশবান্ধন পদ্ধতিতে গাভী পালন এবং খামার রেজিষ্ট্রেশনের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া কর্মশালায় এছাড়া গাভী পালনে স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।


Top