আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


তালায় বিষপানে গৃহবধূর অত্মহত্যা

সাতক্ষীরা তালায় বিষপান করে রওশনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি উপজেরার হাজরাকাটি গ্রামের লিয়াকত মোড়লের স্ত্রী এবং একই গ্রামের মোঃ মহিউদ্দীন জোয়ার্দ্দারের কন্যা।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে বিষপান করলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা সেকেন্দার অবু জাফর বাবু জানান, দু’সন্তানের জননী রওশনারা বেগমের স্বামী লিয়াকত মোড়ল সম্প্রতি পরকিয়ায় আসক্ত হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার ছেলের গচ্ছিত ১৫ হাজার টাকাও নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে দুঃখে তিনি বুধবার বিকাল ৩ টার দিকে বিষপান করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জারিন তাসমিন জনান, প্রাথমিক চিকিৎসা শেষে ঐ গৃহবধূকে বেডে দেয়ার পরেই তিনি মৃত্যুবরণ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


Top