আজ || শনিবার, ০৩ Jun ২০২৩
শিরোনাম :
 


তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিমুল ইসলাম (২২) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার বড়বিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলিমুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বড়বিলা গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করছিল চুক্তিভিত্তিক লাইনম্যান আলিমুল ইসলামসহ কয়েকজন। লাইন মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটা ক্লিনিকে এবং পরে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাইন মেরামতের সময় আকস্মিক মৃত্যুর কারণটি খতিয়ে দেখা হচ্ছে।


Top