আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


তালায় বিএনপির ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত

সামাজিক দূরত্ব মেনে করোনা পরিস্থিতিতে সাতক্ষীরার তালা উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিএনপির খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার বিকাল ৪টায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘোনা বাজারে ৪ শত পরিবারের মাঝে চাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) সংসদ হাবিবুল ইসলাম হাবিব।

ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলামসহ প্রমূখ।

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন,করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিতরণ করছি খাদ্য সামগ্রী। যতদিন পর্যন্ত করোনার প্রভাব থাকবে, ইনশাল্লাহ ততদিন আমরা সাধ্যমত গরীব, দুঃস্থ ও কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো ।


Top