আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


তালায় বাজার মনিটরিং দ্বিতীয় দিনে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার জরিমানা

সাতক্ষীরার তালা উপজেলায় বাজারে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত দ্বিতীয় দিনে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জানাগেছে,তালা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বেশী দামে বিক্রায়ের অভিযোগে এক আলু ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও তিন পেয়াজ রসুন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে তালা উপজেলার পাটকেলঘাটার ত্রিশমাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে আরো ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন।

প্রকাশ,করোনা ভাইরাসের সংক্রমের সুযোগ কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উচ্চমূল্যে বিক্রয় করে বাজার অস্থিতিশীল করে তোলা কৃতিম সংকট সৃষ্টি করা পন্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভ্র্যাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।


Top