তালায় বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে তালা উপজেলা পরিষদর হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্যকান্ত পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (তালা কলারোয়ার) সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার , মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপঁড়ি, সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা ওয়াকাস পাটি সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।
এ সময় তালা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আল আমিন একাডেমি শিক্ষক নূর ইসলাম।