আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


তালায় দিনদুপুরে অগ্নিকান্ডে দু’টি ঘর পুড়ে ভস্মীভূত

সাতক্ষীরার তালা উপজেলার খানপুর গ্রামে দিনদুপুরে অগ্নিকান্ডে দু’টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নগদ ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তালা উপজেলার খানপুর গ্রামের ফজর সরদারের পুত্র কৃষক মোঃ সামাদ সরদারের বাড়িতে উক্ত ঘটনা ঘটে।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দুপুরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে উক্ত অগ্নিকান্ডে পার্শ্ববর্তী বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দারুণ ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক সামাদ সরদার। তার মাথা গোঁজার কোন ছাই নেই। এ সময় তিনি পরিবারটিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


Top