আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালায় জাসদের সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তালা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ (সেপ্টেম্বর) সকালে ডাকবাংলার হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও পলাশ ব্যানার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবজোটের সভাপতি মিলন ঘোষাল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আঃ আলীম।
জাসদ তালা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত দাশ।এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় আগামী ৩১ অক্টোবর জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী। ৩০ অক্টোবর তালা অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী শেখ বাবুল ১৪ দলের মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে তালার ১২ টি ইউনিয়নে পথসভা, হাটসভা, উঠান বৈঠক ধারাবাহিকভাবে করার জন্য জাসদের সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায়।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিএনপি’র নেতৃত্বে জঙ্গীবাদ, আগুন সন্ত্রাসী, পাকিস্তান পন্থীদের পরাজিত করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিকে রাষ্ট্রসভায় আনার জন্য যা যা করণীয় তালা উপজেলাবাসীকে সেগুলো করার জন্য আহ্বান জানান। গত ২৩-২৪ সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে মিলন ঘোষালকে কেন্দ্রীয় যুবজোটের সহ-সম্পাদক করায় কেন্দ্রীয় কাউন্সিলারদের তালা উপজেলা জাসদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানায়।

##


Top