আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


তালায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

তালা (সাতক্ষীরা) : জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে তালা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসন সহযোগিতায় উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা কৃতি ফুটবল খেলোয়াড়া ও কৃতি শিক্ষার্থী সম্মাননা দলিতের পক্ষ হতে সুধিধাভোগি ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা শিল্পকলা একাডেমি এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী প্রমূখ।


Top