আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে       শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত    
 


তালায় খলিষখালীতে এক গৃহবধূ করোনা সনাক্ত : ১০টি বাড়ী লকডাউন

সাতক্ষীরা তালা উপজেলায় খলিষখালী ইউনিয়নের বাগমার গ্রামে সুমী বেগম (২৬) নামের এক গৃহবধূ করোনা সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৭জুন) তালা উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার সকালে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত গৃহবধু বাগমার গ্রামের আলমগীর সানার স্ত্রী। এক সন্তানের জননী তিনি। জানা যায়, এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারনে ঢাকা থেকে

পরিবহনে বাড়িতে ফিরে আসেন। অত:পর বৃহস্পতিবার (৪ জুন) তালা উপজেলার স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। রবিবার (৭ জুন) সকালে তার রেজাল্ট পজেটিভ হলে তার বাড়ি পুলিশ গিয়ে লকডাউন করে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আক্রান্ত ওই গৃহবধুর বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। তিনি আরও জানান, তার সকল ধরনের সহায়তায় পুলিশ সবসবময় পাশে আছে। পরিশেষে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
##


Top