আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


তালায় কেন্দ্রীয় ছাত্রদলের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের প্রতিনিধিদের সাথে তালা উপজেলা ছাত্রদলের নের্তৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ।
সাধারন সম্পাদক আনিছুজ্জামান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান সজিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোছাঃ সুলতানা জেসমিন জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হেলাল আহম্মেদ সুমন,সাতক্ষীরা জেলার সভাপতি,শেখ শরিফুজ্জামান সজীব,সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ মিলন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,মির্জা আতিয়ার রহমান ও ছাত্রনেতা হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় বিভাগীয়,জেলা ও উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top