করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ও শুভাষিনী এলাকায় সড়ক ও মহাসড়কে যান চলাচলের বন্ধের নির্দেশনায় দিয়ে চেক পোস্ট বসিয়েছে তালা থানা পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে তালা থানার পুলিশ উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে করোনা মুক্ত রাখতে যারা বাইরে থেকে কিংবা বাইরের জেলায় গিয়ে সরকারি বে-সরকারি চাকুরী করেন তাদের যাতাযাত বন্ধ ঘোষণা করেছে।
এছাড়া সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় চেক পোষ্ট বসানো হয়। তবে যে সমস্ত কৃষকরা অন্য জেলায় বোরো ধান কর্তনের জন্য বাইরে যাচ্ছেন তাদেরকে স্বাস্থ্য পরিক্ষা নীরিক্ষা করে পাঠানো হচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে তালা উপজেলার দু’স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। যারা এ নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো।