আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


তালায়‌ লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস

তালায়‌ লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস

সাতক্ষীরার তালায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জার্মান সরকাররের অর্থায়নে,বেসরকারী সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপনের বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা উপজেলার মহান্দী গ্রামে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ড: শফিউর রহমান। প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার পরিতোষ কুমার বিশ্বাস,সুকুমার রায়,এসমোতারা সেতু,তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রদীপনের মাঠ সহকারী জয়ন্ত দেবনাথ,কৃষক আব্দুল রশিদ সরদার,মহসিন প্রমুখ।

এসময় সি আই পি কৃষক ও কৃষাণী আলুর উত্তোলন করে মাঠ দিবসের এ আয়োজন বলে জানানো হয়।


Top