আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


তালার জালালপুর পরিষদের উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ

 রিয়াদ হোসেন ||

সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬২টি দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

একই সাথে পরিষদের পক্ষ থেকে শিশু খাদ্যের জন্য ২১ টি দুধের প্যাকেটও বিতরণ করা হয়।

পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল,১ কেজি আলু,৫০০ গ্রাম পেয়াজ,৫০০ গ্রাম পটল,৫০০ গ্রাম ঢেঁড়শ,৫০০ গ্রাম বরবটি,২৫০ গ্রাম উচ্ছে ও কাঁচা ঝাল।


Top