আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


তালার জালালপুর পরিষদের উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ

 রিয়াদ হোসেন ||

সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬২টি দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

একই সাথে পরিষদের পক্ষ থেকে শিশু খাদ্যের জন্য ২১ টি দুধের প্যাকেটও বিতরণ করা হয়।

পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল,১ কেজি আলু,৫০০ গ্রাম পেয়াজ,৫০০ গ্রাম পটল,৫০০ গ্রাম ঢেঁড়শ,৫০০ গ্রাম বরবটি,২৫০ গ্রাম উচ্ছে ও কাঁচা ঝাল।


Top