আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


তালার ইউএনওকে নিয়ে কবিতা লিখলেন,শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনকে নিয়ে কবিতা লিখলেন শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা খাতুন (১৯)।

সে তালা সরকারী কলেজের অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা পাইকগাছা উপজেলার কাশিম নগর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের মেয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে লেখা কবিতাটি সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের হাতে তুলে দেন।

এসময় নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করে তাকে একটি প্লেট পুরস্কার দেন। নির্বাহী কর্মকর্তা জানান,শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা খাতুন যাতে সরকারী ভাবে সুযোগ-সুবিধা পাই সেই ব্যবস্থা করা হবে।

 কবিতাটি হুবহু তুলে ধরা হলো :
ইকবাল
উপজেলা নির্বাহী অফিসার
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আছে যার দৃঢ় মনোবল
নাম তার ইকবাল।
ঐ নামের ডাকে সাড়া দিয়েই-রাজপথে নামে জনতার ঢল
নামটি তার ইকবাল।
ছোট বেলার দেখা স্বপন
বড় হয়ে ধরবে দেশের হাল.
আজ তার স্বপর হয়েছে সফল
উপজেলা বাসী তার কাছ থেকে পাই সুফল।
মানুষের মাঝে থাকবে বেঁচে চিরকাল
মিষ্টি মধুর একটি নাম ইকবাল,
ঐ নামটি ধরে লক্ষ জনতার কোলাহল
যে ছেলেটি মুছে দেয় দুঃখীনি মায়ের চোখের জল।
সে শক্ত হাতে ধরছে তরবারী
নির্মুল করবেই আছে যত কালোবাজারি
থাকবে না আর কারোর আহাজারি।
এই ছেলেটির মত
হাজার ছেলের জন্ম হোক ঘরে ঘরে
দেশের নাম তুলে ধরুক বিশ্বের দরবারে।


Top