তালায় সৈয়দ তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (৮ মার্চ) তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ ১১৪ রানের ব্যবধানে তালা ক্রিকেট একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৫ রান করে। জবাবে তালা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে মাত্র ৮১ রানে সকলেই আউট হয়ে যায়। খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশের মোঃ শামীম ম্যান অব দ্যা ম্যাচ এবং মোঃ ইব্রাহীম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান ও মীর কাইউম ইসলাম ডাবলু। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক অলিউর রহমান অলি ও মোঃ সিদ্দিকুর রহমান।