তালায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে র্যালি শেষে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, সহ-সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সদস্য মোঃ সাইফুল্লাহ, সেলিনা খাতুন, সমাজ সেবক নারায়ণ মজুমদার প্রমুখ। র্যালি ও মানববন্ধন শেষে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।