আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


তালায় টেলিমেডিসিন কর্মসূচীর অবহিতকরণ সভা

শনিবার (১ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে HHH টেলিমেডিসিন কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অর্জন ফাউন্ডেশন, সাতক্ষীরার বাস্তবায়নে এবং হিউম্যান হেলথ্ হেল্পলাইন এর সহযোগিতায় দুই দিনব্যাপী অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সভায় মূল আলোচনা করেন HHH (হিউম্যান হেলথ্ হেল্পলাইন) এর সিইও মোঃ মাহমুদুল হুসাইন টিপু। স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মহুয়া মঞ্জুরী। উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন ওয়ার্ড কর্মী অংশগ্রহণ করেন।


Top