তালায় আইডিয়াল মহিলা কলেজ নবাগত শিক্ষার্থীদের অভ্যর্থনা এবং পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আইডিয়াল মহিলা কলেজের আয়োজনে রবিবার (১৫ জানুয়ারি) সকালে কলেজে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এতে সভাপতিত্বে করেন আইডিয়াল মহিলা কলেজের সভাপতি মোঃ মহিব্ল্লুাহ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমূখ। এর আগে কলেজটি এমপিও ভুক্ত হওয়ায় সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দিয়েছেন কলেজটি।