আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


ঢাকাকে হারিয়ে পঞ্চম জয় পেল সাকিবের বরিশাল

বিপিএলে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে পঞ্চম জয়ের দেখা পেল সাকিবের ফরচুন বরিশাল। নাসিরের দুর্দান্ত অর্ধ- শতকেও হার এড়াতে পারেনি দলটি। বরিশালের দেওয়া ১৭৪ রানে জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে ঢাকা।

বরিশালের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ঢাকার দুই ওপেনার। তবে সৌম্য সরকার এবং উসমান ঘানির বিদায়ের পর মোহাম্মদ ইমরানও দ্রুত ফিরলে চাপে পড়ে ঢাকা। তবে সেই ধাক্কা সামলে এগিয়ে যেতে থাকেন মিঠুন-নাসির জুটি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি।

শেষ দিকে মিঠুন ৪৭ রান করে আউট হলেও নাসির অপরাজিত থাকেন ৫৪ রান করে। বরিশালের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ ওয়াসিম, চাতুরাঙ্গা ডি সিলভা এবং করিম জানাত।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বরিশাল। দলীয় ১১ রানে আউট হন সাইফ হাসান। এরপর দ্রুতই আউট হয়ে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার এনামুল বিজয়।

মিরাজ ও চতুরঙ্গ ডি সিলভা মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৪৪ রানে সিলভাও প্যাভিলিয়নে ফেরেন। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান।

এক পর্যায়ে মিরাজও আউট হলে ইফতিখার আহমেদকে সঙ্গী করে রানের চাকা সচল রাখেন সাকিব। ব্যাট হাতে ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। শেষ দিকে ৩১ বলে নিজের অর্ধশতক পূরণ করে বরিশালকে বড় সংগ্রহ এনে দেন ইফতিখার। পাকিস্তানি এই ব্যাটারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।


Top