আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 

বাড়িতে বসেই পণ্য ক্রয়ের সুবিধা


ডুমুরিয়ায় অনলাইনে পণ্য কেনার সুযোগ নিয়ে চালু হলো “নগর বাজার”

 ডুমুরিয়ায় করোনা সমস্যার সুরক্ষায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে বসেই পণ্য ক্রয়ের সুবিধা নিয়ে চালু হলো “নগর বাজার” নামে একটি অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার সকালে উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে নগর বাজার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব। নগর বাজারের ব্যবস্থাপনা পরিচালক এস, এম, মাজেদুল ইসলাম জানান, আগামী ১০ মে রোববার থেকে নগর বাজারের নির্দিষ্ট নম্বরে ফোন করলেই বাজার মূল্যে চাল, ডাল, সবজি সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য গ্রাহকের বাড়িতে পৌছে দিবে নগর বাজার টিম। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও নগর বাজারের ওয়েব সাইট www.nagorbazar.com থেকেও অনলাইনে পন্য ক্রয়ের সুবিধা থাকবে। উদ্বোধন কালে নগর বাজারের পক্ষে আরো উপস্থিত ছিলেন কর্মকর্তা সুমন রাহা, ভবতোষ মন্ডল, মারিয়া সুলতানা, উজ্জল দাশ, অজয় আচার্য্য ও পবিত্র মন্ডল।


Top