আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


ডুমুরিয়ায় ভ্রাম্যমান মাছ বাজার, নিরাপদ তাজা মাছ কিনছেন প্রতিবন্ধী, মহিলা সহ সবাই

গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার থেকে চলমান মৎস্য অধিদপ্তর, ডুমুরিয়ার  উদ্যোগে ডুমুরিয়া মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন, পিও এর বাড়ি বাড়ি যেয়ে মাছ বিক্রয় কার্যক্রম প্রত্যন্ত এলাকায় সাড়া ফেলেছে। সরেজমিনে দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রেখে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তর ও পিও যৌথ ভাবে মানুষের দোরগোড়ায় যেয়ে নিরাপদ ও তাজা ভেটকি, রুই, কাতল, দেশি পুঁটি, টেংরা, তেলাপিয়া, গলদা এবং বাগদা চিংড়ী মাছ বিক্রিয় করছেন।

নিরাপদ মাছ খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এবং ভয় নয়, সচেতনতায় হবে জয়। এই স্লোগানকে সামনে রেখে ও সামাজিক দূরত্ব বজায় রেখে করােনা গৃহবন্ধী মানুষের দোরগােড়ায় মান সম্পন্ন নিরাপদ মাছ পৌঁছে দেওয়ার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভ্রাম্যমান বাজারে এ সপ্তাহে রংপুর ও ডুমুরিয়া সদরে মাছ বিক্রি করেন পিও সভাপতি  খান চঞ্চল আহমেদ ও  পিও ম্যানেজার মোঃ ইদ্রিস আলী জর্দ্দার। এ দিনও ভ্রাম্যমান বাজার টিমে উপস্থিত থেকে পিও সংশ্লিষ্টদের উৎসাহিত করেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক, সহকারি মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন পাল, দপ্তরের ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসাইন, আব্দুস সালাম বিশ্বাস,  শেখ ইভান আহমেদ ও দপ্তরের সহায়ক মোঃ রায়হান সরদার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন করোনার ভয়ে মানুষ ঘর হতে বের হতে পারছেন না। ফলে বাজার হতে মাছ কেনা সম্ভব হচ্ছে না। সুস্থ্য থেকে করোনাকে মোকাবেলা করার জন্য বেশি বেশি মাছ খাওয়া খুবই জরুরী। অন্য দিকে বাজারে চাহিদা ও দাম কম থাকায় চাষিরা মাছ ধরতে ভয় পাচ্ছেন। এতে মারাত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এ জন্য উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, পিও, লিফ ও সিআইজি সদস্যদের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার চালু করা হয়।

তিনি আরও বলেন নিরাপদ মাছ বাজার ও পিও ব্যবস্থাপনায় চলতি সপ্তাহে ৩ লক্ষাধিক টাকা ক্রয়-বিক্রয় হয়েছে। নিরাপদ মাছ বাজারের মাধ্যমে বিক্রয়কৃত মাছ তাজা, নিরাপদ, দাম ক্রয় সীমার মধ্যে, হোম ডেলিভারি হওয়ায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গ্রামের মহিলা, পঙ্গু বা বাজারে যেতে অক্ষম এমন ক্রেতার আগ্রহ বেশি।


Top