আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা, নতুন মুখ নাসুম

 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ স্পিনার নাসুম আহমেদ।

গত ১৫ ফেব্রুয়ারি প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি অনুশীলন ম্যাচ খেলে। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় জিম্বাবুয়ে।

পরে তিনটি ওয়ানডে খেলতে সিলেটে যায় দুই দল। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে।

আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটি হবে দিবারাত্রির।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, মাহাদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।


Top