আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


জেলা দায়রা জজ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতারণ 

আজ সোমবার সকালে সাতক্ষীরার জেলার ন্যায় নিষ্টা নীতিবান সৎ বিনয়ী গরীবের ন্যায় বিচার পাওয়ায় জন্য যার ইতি মধ্যে কর্মের ও লেখার মধ্যে ফুলে উঠেছে।
জেলা ও  দায়রা জজ শেখ মফিজুর রহমান। জেলার  বিচারকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতারণ  করেন।  স্বাস্থ্য সুরক্ষা মধ্যে আছে, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেস শীল্ড, ও হেড ক্যাপ।
সবাইকে দুরত্ব বজায় রাখার আহবান করেন। বিনা কারনে ঘরের বাহিরে না, যাওয়ার কথাও বলেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন,অপরকে সুস্থ রাখিন, দেশকে ভালো বাসুন।


Top