আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময়

সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি নজরুল ইসলাম, সিভিল সার্জন হুসাইন শাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, শপিং মল সত্ত্বাধিকারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে পড়ে শুনানো হয়। জেলার শপিংমলগুলোতে হাত ধোওয়া এবং স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সামাজিক দূরত্ব বজায় রাখতে একদরে পণ্য বিক্রি, ব্যবসায়ীদের মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সভায় তুলে ধরেন। সাতক্ষীরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য সভায় সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ীদের সাতক্ষীরা স্টেডিয়াম বা পিটিআই মাঠে স্থানান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়টি তুলে ধরেন। জেলা আওয়ামী লীগ সভাপতি দোকানদারদের সচেতনতা এবং একদরে পণ্য বিক্রি করার বিষয়টি তুলে ধরেন। জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সেক্রেটারি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতি দোকানে সিসিটিভি যুক্ত করতে হবে। সিভিল সার্জন সবাইকে ভিড় এড়িয়ে মাস্ক ব্যবহার করতে বলেন।

সভান্তে, সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিধান্ত গৃহীত হয়; সকল ব্যবসায়ীকে ভিড় নিয়ন্ত্রনে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, প্রত্যেক দোকানদারকে মাস্ক এবং গ্লোভস পরিধান করতে হবে, দোকানের সামনে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে বৃত্ত একে দিতে হবে, শপিং মলের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মূল্য তালিকা টানাতে হবে এবং একদাম লিখা থাকতে হবে, মাছ বাজারের খুচরা বিক্রেতাদের ফুড গোডাউনের পাশে স্থানান্তর করতে হবে, ৫ ফুট অন্তর দোকান বসাতে হবে।

সভা শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top