আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


জামালপুরে রাসায়নিক পর্দাথ দিয়ে পুড়িয়ে দিল ক্ষেতের আধাপাকা ধান

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বরে জের ধরে জামালপুর সদর উপজলোর কেন্দুয়া সাতকুড়া গ্রামরে ধান ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পর্দাথ প্রয়োগ করে পুড়িয়ে  দেয়া হয়েছে আধাপাকা ধান। ক্ষেতটতিে এখন শোভা পাচ্ছে শুধুই জলসে যাওয়া ধান গাছ ও চিটা। শেষ সম্বল ক্ষেতের ফসল হারয়িে নির্বাাক বনে গেছেন, নীরিহ কৃষক জাহাঙ্গীর আলম।

জামালপুর সদর উপজলোর কেন্দুয়া শেখবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম তার পৈতৃক ১৮ শতাংশ জমতিে এবার বোরো ধান রোপন করা।এতে বাম্পার ফলনও হয়। ধানগুলো পরিপক্ক হয়ে পাকতে শুরু করে।জমি জমা নিয়ে র্পূব শত্রুতার জের ধরে গেল শুক্রবার শেখ সেলিম নান্টু ও তার ছেলে জাহাঙ্গীর আলমের ধান ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ করে। ফলে পরদিই ক্ষেতের সকল ধান ও গাছ জলসে যায়। শেষ সম্বল ক্ষেতের ফসল হারিয়ে প্রায় নির্বাক বনে গছেনে অসহায় কৃষক জাহাঙ্গীর আলম।

বিষয়টি জানাজানি হলে উপজলো নির্বাহী র্কমর্কতা ফরিদা ইয়াছমিনের নির্দেশে উপজলো কৃষি বিভাগের লোকজন জলসে যাওয়া ধান ক্ষেত পরির্দশন করে প্রতিবেদন দেন। তবে ওই ক্ষেতে কি ধরণের  রাসায়নিক পর্দাথ প্রয়োগ করা হয়েছে তা পরীক্ষার রির্পোট ছাড়া তারা বলতে পারনেনি। এ ব্যাপারে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


Top