আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


জাতির পিতার জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে কালিগঞ্জে শ্রদ্ধা জ্ঞাপন

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরার কালিগঞ্জে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

১৭ মার্চ প্রথম প্রহরে উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। ফুলে ফুলে ভরে উঠে মুর‌্যাল প্রাঙ্গন। রাত ১২ টা ১ মিনিটে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, হাবিব ফেরদাউস শিমুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার আব্দুল হাকিম,ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দার, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ পরিদর্শকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একে একে মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।


Top